• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসনে চুরি যাওয়া ইজিবাইক ৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার, আটক১

চরভদ্রাসনে চুরি যাওয়া ইজিবাইক ৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার, আটক১

  • বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪, ১১:০৬
  • ১০৭৮

---

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ মোঃজামাল মোল্লা (৪৩)নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩ টায়
চুরি হওয়া ইজিবাইক রাত ৯ টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানা ধীন থেকে উদ্ধার ও জামাল নামে একজন আটক হয়।

আটক জামাল ফরিদপুর সদর কোতয়ালী থানার শোভারামপুর সুইচগেট খা পাড়ার মোঃ খলিল মোল্লার ছেলে। থানা পুলিশ সুত্রে জানা গেছে ফরিদপুর সদর কোতয়ালী থানার ডিগ্রীর চর তমিজ উদ্দিন মন্ডল ডাঙ্গীর শেখ আবুল হোসেন গত সোমবার বিকাল ৩ টার দিকে চরভদ্রাসন উপজেলার পুরাতন জেলখানার রোডে ইজিবাইকটি রাখেন।এসময় অজ্ঞাত ২ দুজন লোক একজন পুরুষ একজন মহিলা ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পরই শেখ আবুল হোসেন চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেন।চরভদ্রাসন থানার উপ পরিদর্শক( এস আই) রাকিব হোসেনের নেতৃত্বে থানা পুলিশ তখনই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।পরে জানতে পারে গাড়িতে জি.পি এস ট্রেকার মেশিন বসানো আছে, পরে জি.পি এস ট্রেকার মেশিনের সহায়তা নিয়েচুরি যাওয়া ইজিবাইক শরীয়তপুর জেলার জাজিরা থানার বাইকশা টিএনটি মোর বড় ব্রিজ থেকে উদ্ধারসহ জামাল মোল্লা নামে একজনকে আটক করে পুলিশ। এবিষয়ে সোমবার থানায় মামলা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআব্দুল ওহাব বলেন, আটক ইজিবাইক চোর মোঃ জামাল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134724 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 08:47:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group