• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদ হাইকোর্টে স্থগিত

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদ হাইকোর্টে স্থগিত

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৭
  • ৮১৮

আব্দুল হাই (ইনসেটে)

নৌকা প্রতীক নিয়ে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদে জয়ী আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেন ।

এর আগে গত ৪ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় জামিন পান মো. আব্দুল হাই। গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

পরে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134734 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:18:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group