• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী | শিক্ষাঙ্গন > ইবির শেখ হাসিনা হল মুগ্ধতা ছড়াচ্ছে বিচিত্র সব ফুলের বাগান

ইবির শেখ হাসিনা হল মুগ্ধতা ছড়াচ্ছে বিচিত্র সব ফুলের বাগান

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২৬
  • ১১৪৮

---

ইবি প্রতিনিধি :
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। তীব্র শীতে মানুষ এখনও জড়সড়। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাহারি রঙের নতুন ফুলে সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল। যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র সব ফুলের সমারোহ।

ফুলের গন্ধে মাতোয়ারা হলটির ভিতর ও বাহির। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ বাইরে থেকে প্রতিদিন দর্শনার্থীরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন।

বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। বিশেষ করে প্রশাসনিক ভবনসমূহ, শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিভিন্ন অনুষদ ভবনের সামনে এবং প্রত্যেক হলের ভেতরে-বাইরেসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে ফুলের বাগানের সমারোহ লক্ষ্য করা যায়। তবে সব স্থানকে ছাপিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের সৌন্দর্য। হলের সামনের ফাঁকা জায়গা জুড়ে হলুদ, লাল, গোলাপী আর সবুজের সমারোহ ভালোলাগা সৃষ্টি করছে, প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে।

হলটির আবাসিক শিক্ষার্থীদের কেউ কেউ ভোরের কুয়াশায় বেলকনি থেকে আবছা রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করে। কেউ অবসর সময় কাটায় ফুলের বাগানে। কেউ কেউ মনে করে ফুল মনকে ভালো রাখে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে।

হলের আবাসিক এক শিক্ষার্থী জানান, “হলের পরিবেশ বরাবরই সুন্দর তবে ফুল নতুন মাত্রা যোগ করেছে, সকালে ঘুম থেকে উঠেই পাখির কিচিরমিচিরের সাথে চোখ আটকে যায় এসব ফুলের বাগানে। নাম জানা এবং অজানা বিভিন্ন ফুলের সৌন্দর্য্য আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করছে ”

এ বিষয়ে হলটির প্রভস্ট প্রফেসর ড. রেবা মন্ডাল বলেন, “ফুল পবিত্রতা বৃদ্ধি করে। আমরা চাই, সবাই যেন ফুলের মতো পবিত্র হতে পারি। তার মতে প্রতিটি মানুষের-ই উচিত নিদিষ্ট কিছু সময় ফুলের সাথে কাটানো উচিত, কারণ ফুল মানুষকে অপকর্ম থেকে দূরে থাকতে শেখায়। মনকে প্রফুল্ল রাখে এবং জীবন সহজ করে।”

আমরা যেন সকলেই ফুলের মতো সৌরভ ছড়াতে পারি। ফুলকে ভালোবাসতে পারি, ফুলের মতো পবিত্রতা অর্জন করতে পারি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134746 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:05:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group