• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > শিক্ষার্থীদের একশত ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার ইবি ছাত্রলীগের

শিক্ষার্থীদের একশত ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার ইবি ছাত্রলীগের

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৩
  • ১৮৬৫

---

ইবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে এবং তাঁর স্মরণে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন শাখা ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মহান ভাষার মাসে ইবি শাখা ছাত্রলীগের এ ভিন্ন উদ্যোগে শতাধিক বই শোভা পাচ্ছে নবীন শিক্ষার্থীদের হাতে।

রবিবার ( ৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শতাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, মোজাহিদ সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

আল ফিকহ লিগাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বই পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে বই বিতরণ করা হচ্ছে, তাই এসে একটা নিয়ে নিলাম। ইচ্ছা ছিল বইটা পড়ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কার কর্মকাণ্ড ও অনুভূতিগুলো এখানে ব্যক্ত করা হয়েছে। আশা করি অনেক কিছু জানতে পারব। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রলীগকে।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সালাউদ্দিন বলেন, আমি শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী, এই বইটি আগে পড়া হয়নি যদিও বঙ্গবন্ধু সম্পর্কে স্টাডি কিছুটা ছিল। বইটি পাওয়ার পর ভালো লাগতেছে। এখন যা জানি বঙ্গবন্ধু সম্পর্কে তার চেয়ে বেশি ধারণা পাব এটি পড়ার মাধ্যমে।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, নবীন শিক্ষার্থীরা এই বইটি পড়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং পুরো জীবনকর্ম সম্পর্কে ধারণা নিতে সহয়তা করবে। অধিকাংশ সময় যিনি জেলখানায় কাটিয়েছেন, বন্দীখানায় থাকা অবস্থায় ওনার রাজনৈতিক জীবন সংগ্রাম সেই সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে জানতে পারবে এবং সেইভাবে উপলব্ধি করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবে। নবীন শিক্ষার্থীদের ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা সময় স্বদেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সংগ্রামী জীবনের লিপিবদ্ধ করে গেছেন “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বইটি শিক্ষার্থীদের উপহার দিচ্ছি যাতে তারা একটি জাতি গড়ার পেছনে জাতির পিতার যে অবদান, তা জানতে পারে।

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইবি ছাত্রলীগের বার্তা, এরকম ভিন্ন কর্মকান্ড আয়োজনে ছাত্রলীগ সদা প্রস্তুত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134789 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 01:36:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group