• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে এমপি মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে এমপি মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০৩
  • ৯৫১

মাশরাফি বিন মোর্তজা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার ছবি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাশরাফি।

ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘প্রিয় নড়াইল বাসী আসসালামু আলাইকুম। আপনারা ভালবেসে এবং সাথে থেকে সম্মানের চেয়ারে পুনরায় বসিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে গুরু দায়িত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এই জনপদের মানুষকে।’

আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সবাইকে সাধুবাদ ও শুভকামনা জানাই। যদি দলীয় প্রতীক না থাকে তাহলে দায়িত্বশীল পদে থেকে আমি কোনো প্রার্থীকেই সমর্থন জানাতে অপারগতা প্রকাশ করছি। আপনারা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন সেটা আশা রাখি।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম ও বৃহৎ একটি সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর’ ছবি আপনাদের প্রচারণার লিফলেট, পোস্টারে ব্যবহার করবেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আমার ছবি বা সমর্থনে কোনো লেখা আপনাদের প্রচারনায় ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ রাখছি।
আমি আপনাদের সকলের, কোনো ব্যক্তি বিশেষের নয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134795 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 12:47:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group