• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > চিলিতে ভয়াবহ দাবানল: মৃত্যু বেড়ে ৯৯, নিখোঁজ শত শত

চিলিতে ভয়াবহ দাবানল: মৃত্যু বেড়ে ৯৯, নিখোঁজ শত শত

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:২২
  • ৮৩২

ছবি : সংগৃহীত।

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

চিলির ভালপারাইসো অঞ্চলে এই ভয়াবহ দাবানলের কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি। ফলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিলির গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।
এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।

এদিকে দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।

এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স, সিএনএন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134806 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:40:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group