• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > ভালুকায় অসহায় এক নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

ভালুকায় অসহায় এক নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৯
  • ২৩৫০

---

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় এক অসহায় গৃহবধূর বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বারেক মিয়ার স্ত্রী হ্যাপি আক্তারের বসতঘর ভেঙে দিয়েছে তার স্বামী। হ্যাপি অভিযোগ করে বলেন, তার স্বামীর প্রথম স্ত্রী সুফিয়া তাকে বাড়ী থেকে বের করে দিতেই এমন পায়তারা করছেন।

সুফিয়া বিদেশে থাকাকালীন সময় বারেক হ্যাপিকে বিয়ে করলে তার চার সন্তান জন্মগ্রহণ করেন। হ্যাপি চার সন্তানের মধ্যে এক সন্তানকে পালক রেখে তিন সন্তান নিয়ে ওই বাড়ীতে থাকতো।

স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ ব্যাপারে বারেক মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134814 ,   Print Date & Time: Friday, 23 January 2026, 01:10:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group