• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩১
  • ১৯২৪

প্রতিক ছবি।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন চোরের বিরুদ্ধে। এসময় তাদের ঘর থেকে একজোড়া করে নাক-কানের দুল, নাক ফুল ও নগদ ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে যায় তারা।

চোরের দলে থাকা দুইজন ওই গৃহবধূকে (২৯) এবং একজন তার মেয়েকে (১২) ধর্ষণ করেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের একটি নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী ও নির্যাতিত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ ওই স্থানে ছিল। সকালে ভুক্তভোগীদের থানায় আনা হয়েছে। তাদের চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134838 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:15:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group