• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিরল ১০ টি বন্যপ্রাণীকে হত্যার দায়ে ৫ শিকারিকে জরিমানা

বিরল ১০ টি বন্যপ্রাণীকে হত্যার দায়ে ৫ শিকারিকে জরিমানা

  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫২
  • ১৬৬৮

---

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত সোমবার(৫ ফেব্রুয়ারি)১০টি বিরল প্রজাতির বন্যপ্রাণী শিকারের দায়ে ৫ জন আদিবাসী শিকারিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন বিকাল পাঁচটায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার রাতোর ইউনিয়নের চৌরঙ্গী-ফরিঙ্গাদিঘি এলাকা থেকে ৫ শিকারিকে আটক ও ১০ টি মৃত বন্যপ্রাণী জব্দ করেন।

এ সময় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিকসহ ওই দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আসীম মল্লিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতোর ইউনিয়ন থেকে বন্যপ্রাণী শিকার করার সময় একটি সিএনজি গাড়িসহ ৫ জন আদিবাসী শিকারিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিকার করা বিরল প্রজাতির বন্যপ্রাণী ১টি মৃত: বনবিড়াল ও ৯ টি বেজি পাওয়া যায়। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৫ শিকারি ও শিকার করা বন্যপ্রাণীদের জব্দ করে তার কার্যালয়ে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় বন সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জরিমানা করেন। বন্যপ্রাণী শিকারের দায়ে অভিযুক্তরা হলেন- দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকার মৃত সরকার সরেনের ছেলে হপনা সরেন, একই এলাকার মঙ্গল হাজদার ছেলে রবি হাজদা,নরেন হেমরমের ছেলে বাটুল হেমরম, শাহা মর্মুর ছেলে সুকল মর্মু ও মৃত: চুরকা মার্ডির ছেলে মঙ্গল মার্ডি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,বন বিভাগের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকার করা একটি মৃত: বনবিড়াল ও নয়টি বেজি উদ্ধারসহ ৫ শিকারিকে আটক করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা মৃত: বন্য প্রাণীগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়। এবং প্রাণী শিকার করা সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134842 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 05:30:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group