• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৩৭
  • ১১১১

ছবি : সংগৃহীত।

সীমান্তে অস্থির পরিস্থিতির কারণে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন।

ইউএনও বলেন, আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে।
তিনি আরো বলেন, পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে অবগত করা হবে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134863 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 08:25:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group