• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর | রাজনীতি > দুই মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন সংসদ সদস্য শিবলী সাদিক

দুই মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন সংসদ সদস্য শিবলী সাদিক

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৯
  • ৭৮১

সংসদ সদস্য শিবলী সাদিক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

পৃথক দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক।

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারী) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।

দ্বাদশ জাতীয় সংসদে পৃথক এই দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এর আগে গত একাদশ জাতীয় সংসদে তিনি সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
টানা তৃতীয় মেয়াদে শিবলী সাদিক আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,দুটি মন্ত্রনায়রের স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে আমার নাম প্রস্তাব করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই দুটি মন্ত্রনালয়ের কাজের জবাবদিহি ও অগ্রগতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134871 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:15:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group