• হোম > বিশেষ নিউজ | ব্যবসা বাণিজ্য > বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১১
  • ২২৬২

---

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদ প্রথম প্যানেলের পরিচিতি সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রেডিসন ব্লুতে এই সভাটি অনুষ্ঠিত হয়।

‘টেকসই পোশাক শিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদ’ শ্লোগান নিয়ে এবারের সম্মিলিত পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে। প্যানেল সভায় ঢাকা ও চট্টগ্রামের শিল্প মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশি, সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পোশাক শিল্পে সম্মিলিত পরিষদের গৌরবময় ইতিহাস, অর্জন, আগামী দিনের সম্ভাবনা, প্যানেল লিডার এস এম মান্নান (কচি)’র শিল্পে অনন্য অবদান এবং তার নেতৃত্বসূলভ গুণাবলী এবং সেই-সঙ্গে প্যানেলের অন্যান্য প্রার্থীদের শিল্পের বিভিন্ন ক্ষেত্রে একনিষ্ঠ ভূমিকা পালন নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, পোশাক শিল্পের যুগান্তকারী সরকারী সিদ্ধান্তগুলোর অধিকাংশই এসেছে সম্মিলিত পরিষদের নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদকালে। এসব মেয়াদে সভাপতিরা, বিজিএমইএ এর সাবেক সভাপতিদেরকে সাথে নিয়ে প্রয়োজনে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে আলোচনা করে শিল্প ও সদস্যদের সমস্যাগুলো সফলতার সঙ্গে সমাধান করতে সক্ষম হয়েছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নতুন প্যানেলটিও নির্বাচিত হলে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134887 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 05:13:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group