• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে ইয়াবাসহ কারারক্ষী আটক

যশোরে ইয়াবাসহ কারারক্ষী আটক

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:২৪
  • ১১৬১

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরে আশরাফুল মুরাদ রুবেল নামের এক কারারক্ষীকে মাদক সহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। পরে তার স্বীকারোক্তিতে
তারই সহযোগি শংকরপুরের তোরাব আলীকেও আটক করা হয়েছে। তার কাছ থেকে আরও ১শ’৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তাদের কাছে খবর আসে শহরের চারখাম্বার মোড়ে একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে তারা সেখানে অভিযান চালিয়ে মুরাদকে আটক করা হয়। পরে তার জ্যাকেটের পকেট থেকে ১শ’পিস
ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ হাজার টাকা।

এসময় তাকে আটককৃত মুরাদকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, তোরাব আলীর কাছ থেকে এ ইয়াবা তিনি সংগ্রহ করেছেন বিক্রি করা জন্য। এরপর ডিবির টিম মুরাদকে সাথে নিয়ে নাজির শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তোরাব আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আরও ১শ’৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৪৫ হাজার টাকা। পরে দুইজনেই স্বীকার করে তারা মাদকের সাথে জড়িত। এসব মাদক তারা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, বিষয়টি উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। পরবর্তিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134895 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 09:27:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group