• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১০:০৩
  • ৬৯৪

নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেন

যশোরের অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম মুরাদ হোসেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। অস্ত্রের আঘাতে তিনি জখম হন। মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134944 ,   Print Date & Time: Tuesday, 8 July 2025, 10:24:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group