• হোম > জাতীয় | বিশেষ নিউজ > গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৩
  • ৪৪৮

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ-২০২৪ উপলক্ষে গাজীপুরের সফিপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয়েছে চারপাশ।

পদক বিতরণ, প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়া ৪৪তম সমাবেশের কেক কাটা হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বেশকিছু কারখানা বন্ধ রাখার জন্য কারখানার কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে আগেই। এছাড়াও সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134948 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:02:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group