• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদারীপুরের ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

মাদারীপুরের ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২৮
  • ৫৫৫

---

মোঃ আতিকুর রহমান আজাদ,কালকিনি-ডাসার প্রতিনিধি :

মাদারীপুরের ডাসার উপজেলার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার অবলম্বন ছিল, একটি মুদি দোকান।
গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসার সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী,পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলেও ততক্ষনে দোকানটি পুড়ে নিমেষেই শেষ হয়ে যায়।এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকান করে দুই মেয়ে স্ত্রীসহ চারজনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন। দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি।
প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন উপজেলার বেতবাড়ী গ্রামের সৈয়দ সোমেদ আলীর ছেলে।

শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কন্ঠে জানান,আমি ধারদেনা ও লোন করে একটি মুদি দোকান দেই। এই দোকানের আয় দিয়ে দুটিকন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চলে। প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যাই। কিছুক্ষন পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে।এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকারের কাছে সহযোগিতা চাই।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান, সৈয়দ কাঞ্চন ছোট বেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার পা দুটি পারালাইসিস হয়ে যায় শুকিয়ে যায়।এতে করে একা চলাফেরা করতে পারেনা। পরিবারের সাহায্য নিয়ে চলাচল করতে হয়। প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি ভিক্ষাবৃত্তি না করে ধার-দেনা করে দোকান দিয়ে চালান সংসার। দোকান পুড়ে ছাই হয়ে অসহায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,আমি ইতিমধ্যে সৈয়দ কাঞ্চনের দোকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করছি।অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে তাকে সহযোগিতা করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134966 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:35:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group