• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

  • বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৪
  • ৩৮৫

---

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এসব জেলা হচ্ছে- রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পিজিসিএল।

এতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে। পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টা গ্যাস পাবেন না।

গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134998 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 03:31:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group