• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বিদেশি ক্রিকেটারের সঙ্গে সোহানের ঝগড়া-হাতাহাতি

বিদেশি ক্রিকেটারের সঙ্গে সোহানের ঝগড়া-হাতাহাতি

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৫
  • ২৩৩৮

---

দর্শক উপস্থিতি রান সবকিছু মিলিয়ে দারুণভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এর মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রামে টিম হোটেলে বিদেশি ক্রিকেটারের সঙ্গে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের হাতাহাতি হয়েছে।

চট্টগ্রামের রেডিসন হোটেলে রংপুর রাইডার্সসহ বিপিএলের পাঁচটি দল অবস্থান করছে। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফ্র্যাঞ্চাইজিদের উপস্থিতিতে হোটেলের লবিতে সবসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফ্লোরে, ডাইনিং হলে সবখানেই দেখা যায় খেলোয়াড়দের।

সুন্দর পরিবেশের ভেতর ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটারের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোহানের বিবাদে জড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্টরা। তবে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

জানা গেছে, সামান্য ঘটনা থেকে শুরু। এরপর কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দু’জনে। ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।

জানা গেছে, কুমিল্লার উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে সোহানের বিবাদের সূত্রপাত রুম নিয়ে। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135020 ,   Print Date & Time: Monday, 12 January 2026, 07:55:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group