• হোম > জাতীয় | ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিলো আজ সেই স্বাধিনতা ভুলন্ঠিত হইতে পারে না গুটিকয়েক তৃতীয় প্রজন্মের রাজাকারের সন্তানদের হাতে- আতিয়ার রহমান দীপু

ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিলো আজ সেই স্বাধিনতা ভুলন্ঠিত হইতে পারে না গুটিকয়েক তৃতীয় প্রজন্মের রাজাকারের সন্তানদের হাতে- আতিয়ার রহমান দীপু

  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৫০
  • ১৯৩৪

নবনির্বাচিত  বামে সাধারণ সম্পাদক আমিনুল মীনা সাদ্দাম, ডানে সভাপতি মো: লিটন মোল্লা

মঙ্গলবার (১৩ ফেব্রুয়াররী ) রূপনগর থানার জাতীয় শ্রমীকলীগের নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মো: লিটন মোল্লা এবং সাধারণ সম্পাদকের পদ পান আমিনুল মীনা সাদ্দাম।

http://www.jubokantho.com/cloud/archives/fileman/DIPU_k_15_2_24.jpg

এসময়ে নবর্নিবাচিত কমিটির সদস্যরা সাবেক যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব শেখ আতিয়ার রহমান দীপুর নিজস্ব কার্যালয়ে উপস্থিত হন এবং দোয়া প্রার্থনা করেন।

জনাব শেখ আতিয়ার রহমান দীপু নতুন কমিটিকে সদরে গ্রহন করেন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময়ে শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

http://www.jubokantho.com/cloud/archives/fileman/dipukk_15_2_24.jpg
নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে জনাব দীপু বলেন, অবশ্যই মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং শেখ মুজিবুরের আর্দশকে নিজেদের মধ্যে লালন করতে হবে এবং সেই মোতাবেক কাজে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস এই নতুন কমিটির হাত ধরেই রূপনগর থানার জাতীয় শ্রমিক লীগ অনেক দূর এগিয়ে যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135026 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 09:14:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group