• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নড়াইলে পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১২
  • ৬৬০

---

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি

নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু। নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বিশ্বাস জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার একপর্যায়ে সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে নিহতের ঘটনাটি আমার জানা নেই, খোজ-খবর নিয়ে দেখছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135059 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 05:18:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group