• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > রাঙ্গাবালীতে গরু চোর চক্র গ্রেফতার

রাঙ্গাবালীতে গরু চোর চক্র গ্রেফতার

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৭
  • ১৯৫১

---

মোঃ ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী ও দশমিনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি শনিবার রাঙ্গাবালী থানা পুলিশের একটি টিম রাঙ্গাবালী ও দশমিনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দশমিনা উপজেলার চর ঢনঢনিয়া থেকে ৪ টি গরু উদ্ধার সহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গতকাল রবিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ এলাকার মৃত আনোয়ার চৌকিদারের ছেলে মোঃ মিজানুর রহমান (দানেশ চৌকিদার) (৩০) , দশমিনা উপজেলার চর ঢনঢনিয়া এলাকার মোঃ জয়নাল হাওলাদারের ছেলে মোঃ শাহাবাজ হাওলাদার (২৮) এবং একই এলাকার মৃত আঃ মজিদ মৃধার ছেলে মোঃ ইসলাম (২০)

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আসামিদের রোববার দুপুরে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। তিনি আরো বলেন চোরচক্রের অন্যান্য
সদস্য গ্রেফতারসহ চোরাই গরু-মহিষ উদ্ধার অভিযান অব্যাহত আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135084 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:00:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group