• হোম > জাতীয় | বিশেষ নিউজ > মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৪
  • ১৫৫৪

ছবি : সংগৃহীত।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। তিন বলেন, এই দিরস উপলক্ষে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সবাইকে সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে আসার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার ও আশেপাশের এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার জানান, অমর একুশে পালন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তল্লাশি ছাড়াও কাজ করবে ডগস্কোয়ার্ড ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, জঙ্গিদের কোনো ধরনের হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারপরও পুলিশ সব ধরনের হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্রীয় কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে রাত সাড়ে বারোটা থেকেই সবার জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135088 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 07:13:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group