• হোম > অন্যান্য > আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ৫

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ৫

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:১৬
  • ৯৮৯

গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটকৃত ৫ আসামি

সাভারের আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৪)।এ ঘটনায় পলাতক রয়েছে আরও ২ আসামী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব ৪।

এর আগে শুক্রবার ( ২৩ ফেব্রুয়ারি) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ৫ আসামীকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো, মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), আহসান আহম্মেদ রায়হান (২২), রফিকুল মিয়া (২২), আরাবি হুসাইন শান্ত (১৯), মো. জুয়েল (২২)। পলাতক আসামিরা হল, সাগর ওরফে লিটন (২২) ও মো. তুহিন (২৩)।

ভুক্তভোগীর এজাহার থেকে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী নারী ও তাঁর এক বান্ধবীকে নিশ্চিন্তপুর স্কুল মাঠে কৌশলে ডেকে নিয়ে যায় সাগর ওরফে লিটন। সেখানে তাকে কুপ্রস্তাব দেয় পাপ্পু। পরে পাপ্পু ও রায়হান তাকে ধর্ষণ করে এবং বাকিরা সহায়তা করে। পরে রফিকুল মিয়া ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে র‍্যাবের কাছে অভিযোগ দিলে অভিযান চালিয়ে ৫ আসামীকে আটক করে র‍্যাব।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের আগামিকাল আদালতে পাঠানো হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135144 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 04:04:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group