• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মাদারীপুরের ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

মাদারীপুরের ডাসারে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫৭
  • ১৬০৫

---

মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি-ডাসার প্রতিনিধিঃ

“স্মাট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার” এ স্লোগান কে সামনে রেখে, মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এ দিবস উপলক্ষে ডাসার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা প্রশাসনিক মাঠ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরেন।
পরে উপজেলা প্রশাসনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আসাদুজ্জামান হিমু, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দ আহসানুর রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন লিটন,ইউপি চেয়ারম্যান গন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ইউপি সদস্য বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গ্রাম পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ পর্যায়ে উৎযাপিত হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135167 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:19:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group