• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > বাংলাদেশ জাতীয় দলের দুই নতুন কোচ চূড়ান্ত

বাংলাদেশ জাতীয় দলের দুই নতুন কোচ চূড়ান্ত

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১০:০৭
  • ২৪৮১

---

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও বোলিং কোচের পদ শূন্য ছিল। এবার নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হ্যাম্প। আর নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস।আগামী দুই বছরের জন্য উভয় কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবৃতিতে বিসিবি বলেছে, বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের মে থেকে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হ্যাম্প। তাছাড়া গত বছর জাতীয় দলের খন্ডকালীন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফর করেছেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। উভয় কোচের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা।

ইসিবির লেভেল-৪ কোচিং করেছেন হ্যাম্প। তাছাড়া ব্যাটার হিসেবেও তার প্রথম শ্রেণীর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন, ফ্রি স্টেইট ও ওয়ারউইকশায়ারের হয়ে সাড়ে ১৫ হাজারের অধিক রান করেছেন। তিনি বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন।

২০২০-২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হ্যাম্প। তাছাড়া ভিক্টোরিয়া স্টেইট নারী দল ও নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডামস তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪৭ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সাম্প্রতিক টি-২০ সিরিজে কিউইদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন অ্যাডামস।

তাছাড়া ২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে সহকারী কোচের দায়িত্বে ছিলেন অ্যাডামস। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুর প্রধান বোলিং কোচের দায়িত্বে ছিলেন ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135186 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 04:14:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group