• হোম > আন্তর্জাতিক | বিশেষ নিউজ > মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪

  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৪
  • ১৬৯৮

ছবি : সংগৃহীত।

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মারাত্মক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠানে যোগদান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135195 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 12:27:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group