• হোম > আইন-অপরাধ | বরিশাল | বাংলাদেশ > সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার ইলিশ মাছ শিকারের অপরাধে ৬ জেলের কারাদন্ড

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার ইলিশ মাছ শিকারের অপরাধে ৬ জেলের কারাদন্ড

  • শনিবার, ২ মার্চ ২০২৪, ০৯:৫৮
  • ১৯৬০

ভোলার ইলিশ মাছ শিকারের অপরাধে ৬ জেলের কারাদ-

ভোলা প্রতিনিধি :

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি ইলিশ ও দুটি নৌকাসহ বেশ কিছু ইলিশ জব্দ করা হয়েছে। তাদের মধ্যে ৬ জেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদরতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান এ কারাদ- দেন।

শুক্রবার (১ মার্চ) ভোলা সদরের তুলাতলী ও দৌলতখানের মেঘনা নদীতে ইলিশ মাছ করার সময় তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারেন, সেজন্য মৎস্য বিভাগের বেশ কয়েকটি টিম অভিযানে নামে। এ সময় ভোলা সদরের তুলাতলী ও দৌলতখানের মেঘনা থেকে জাল ও মাছসহ ৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জেলের দ- হয়েছে। বাকিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা গ্রহন করবেন।

অভয়াশ্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লোখ্য- ইলিশ ধরার এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135215 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:15:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group