• হোম > অন্যান্য > নওগাঁয় স্কুল ছাত্রী অপহরণ, অপহরণকারী নাহিদ গ্রেপ্তার

নওগাঁয় স্কুল ছাত্রী অপহরণ, অপহরণকারী নাহিদ গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, ১৬:৩৬
  • ১৫০০

---

অসিত দাস, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী নাহিদ শিকারীকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সেই সাথে অপহরণের শিকার শ্রাবণী আক্তারকে (১৫) উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ শিকারী ছুটিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তির। নওগাঁ সদর থানার চন্ডিপুর এলাকার ফারুকের কন্যা মোছা. শ্রাবণী আক্তার সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে গত ১৭ মার্চ সকাল ৯টার সময় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় নামক স্থানে বাইপাস রোডে দাঁড়িয়ে ছিল। তার উপস্থিতি দেখে নাহিদ শ্রাবণীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর শ্রাবণী আক্তারকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন।

অপহরণকারী নাহিদের বিরুদ্ধে অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণের তিন দিন পর অপহরণকারী নাহিদকে গ্রেপ্তার করে। সেই সাথে ভিকটিম শ্রাবণী কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্যে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135231 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 12:35:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group