• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি: কাদের

নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি: কাদের

  • শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১৩:৫০
  • ৭৫২

ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। তারপরও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে আর তারা পার্টি করে। তাদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট আছে। যদিও কিছু কিছু পণ্যের দাম কমছে, আরও কমবে।

নতুন করে বিএনপির ওপর কোনো দমন-পীড়ন হচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ জনগণের দল আর বিএনপি ক্ষমতার দল। নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135252 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 10:51:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group