• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নারায়ণগঞ্জের কাঁচাবাজারে ২০০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের কাঁচাবাজারে ২০০ দোকান পুড়ে ছাই

  • রবিবার, ২৪ মার্চ ২০২৪, ১০:৩৯
  • ৭৩৮

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকান। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে এই আগুন লাগে।

মার্কেটে থাকা ওষুধ, মুদি দোকান, টিন, হার্ডওয়ারের দোকান, তেল-মবিল, টায়ার টিউব ও কাচাঁমালের দোকানগুলো অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে পাশেই থাকা কাপড়ের বড় মার্কেটটিতে আগুন ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আগুনের মাত্রা অনেক বেশি থাকায় এটি ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ বলেন, বাজারে তেল-মবিলের বেশ কয়েকটি দোকান থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণসহ আরও বিস্তারিত বলা যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135264 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:37:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group