• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • রবিবার, ২৪ মার্চ ২০২৪, ১১:২১
  • ২০১২

---

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার (২৩ মার্চ)উপজেলার ভেমটিয়া গ্রামের কুদ্দুসের দোকানের সামনে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক বীরহলি গ্রামের ইউসুফ আলী ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ থেকে বেলাল ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ভাড়া সিমেন্ট নিয়ে ফিরছিলেন।

এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে বেলাল ছিটকে পড়ে শরীর ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135276 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 10:22:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group