• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > কুড়িগ্রামের উলিপুরে সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় কুলির মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় কুলির মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৭:৪০
  • ১৯৯০

---

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্তরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহতকে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকালে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলেন এক দল কুলি। এ সময় কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় নিহত জয়েন উদ্দিনকে নাড়িকেল বাড়ি তিস্তারপাড় জামে মসজিদে যানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নিহত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ী কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে। তিনি ১০ সন্তানের জনক।

খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ্য ছিলেন। বুধবার বিকালে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।#
হাফিজুর রহমান সেলিম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135335 ,   Print Date & Time: Thursday, 23 October 2025, 03:56:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group