• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছে - মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান

মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছে - মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান

  • শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৪:৪১
  • ১৭৫৪

---

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :

নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছেন। যারা সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি করা হচ্ছে। এটি প্রথমে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে আজ মধুখালীর সল্প আয়ের মানুষের জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণীজ সম্পদকে প্রসারিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। আজ শনিবার বেলা ১১ টায় মধুখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের সামনে প্রধানমন্ত্রীর উপহার প্রাণীজ-আমিষ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধনের সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এম.পি উপরোক্ত কথাগুলো বলেন।

ডেইরি এ্যাসোসিয়েশন, পোল্ট্রি এ্যসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনাসহ উপজেলা আওয়াওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135367 ,   Print Date & Time: Tuesday, 2 December 2025, 08:41:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group