• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মণিরামপুরে প্রত্যয়ের সভাপতি প্রান্তু, সম্পাদক সুমন

মণিরামপুরে প্রত্যয়ের সভাপতি প্রান্তু, সম্পাদক সুমন

  • সোমবার, ১ এপ্রিল ২০২৪, ২৩:১৩
  • ১৫০৩

---

নিজস্ব প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয়” সমাজ উন্নয়নমূলক সংগঠনের ০৫ সদস্য বিশিষ্ট আগামী দুই বছরের জন্য আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে তাসনিমুল হাসান প্রান্ত ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে আক্তারুজ্জামান সুমন।

সোমবার (১ এপ্রিল) বেলা ১২টায় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি রাশেদুল ইসলাম সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সজল। এছাড়াও দ্রুত সময়ের মধ্য কমিটি পূর্ণাঙ্গ করে উপদেষ্টা মন্ডলী বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠনটি ২০১৭ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক উন্নয়ন,রক্তদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র এতিম ও পথ শিশুদের নিয়ে কাজ করে চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135383 ,   Print Date & Time: Thursday, 3 July 2025, 09:31:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group