• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বড়াইগ্রামে যুবকের মৃতদেহ নামিয়ে বাসটি চলে গেলো ঢাকার দিকে

বড়াইগ্রামে যুবকের মৃতদেহ নামিয়ে বাসটি চলে গেলো ঢাকার দিকে

  • মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ১২:১০
  • ১৭৭০

---

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ নামিয়ে রেখে বাসটি চলে গেছে ঢাকার দিকে। সোমবার দিবাগত রাত একটার স্থানীয়রা উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, অজ্ঞাত ওই মৃতদেহটির দেহ তল্লাশী করে পকেট থেকে হা-মীম যাত্রীবাহি বাসের টিকিট পাওয়া যায়। টিকিটে লেখা ছিলো চাপাই টু বনপাড়া। এতে বুঝা যাচ্ছে ওই যুবক চাপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলো এবং নাটোরের বনপাড়া ছিলো গন্তব্য। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই যুবক পাবনা যাওয়ার জন্যই বনপাড়া পর্যন্ত টিকিট কেটেছেলো। তার কাছ থেকে পানির বোতল ও বিস্কুটের প্যাকেট পাওয়া যায় এবং পকেটে মানিব্যাগ বা টাকা-পয়সা পাওয়া যায়নি। সম্ভবতঃ অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সে জীবন হারায়। তার পরণে ছিলো জিন্স প্যান্ট ও ফুল হাতা টি-শার্ট। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135396 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 06:22:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group