• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

নড়াইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫১
  • ১০৯৭

---

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে চৌদজন গ্রেফতার। নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে তিনজন (নড়াইল সদর-তিন), নিয়মিত মামলায় গ্রেফতার নয়জন (নড়াইল সদর-তিন, লোহাগড়া-চার, কালিয়া-দুই), ১৫১ ধারায় একজন (নড়াইল সদর) ও নন জিআর একজন (লোহাগড়া থানা) সহ মোট চৌদজন আসামী গ্রেফতার করে।

ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135482 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 02:53:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group