• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > শ্যামনগর কৈখালী দশ মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়িঘর গাছপালা

শ্যামনগর কৈখালী দশ মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়িঘর গাছপালা

  • সোমবার, ২০ মে ২০২৪, ১৬:৫৮
  • ৫৭৬

---

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৈখালী ইউনিয়নে টর্নেডোর আঘাতে শতাধিক কাঁচা ঘর বাড়ি ও গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

রবিবার(১৯মে) বিকাল ৪টার দিকে কৈখালী ইউপির পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী, জয়াখালী গ্রামে টর্নেডো আঘাত হানে। এর ফলে শতাধিক কাঁচা ,আধা পাকা ঘরবাড়ী লন্ড ভন্ড হয়ে যায় এবং গাছপালা উপড়ে পড়ে যায়। তবে কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আঃ রহিম বলেন বিকাল ৪টার দিকে হঠাৎ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পাঁচ নদীর মোহনা সংলগ্ন হতে প্রচন্ড গতিবেগে একটি টর্নেডো ধেয়ে আসে এবং মুহুর্তে এলাকার শতাধিক টিনশেড কাঁচা ঘর বাড়ী লন্ড ভন্ড হয়ে যায়। বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষনিকভাবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনা স্থল পরিদর্শন করেন।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এ বিষয়ে বলেন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। অতি দ্রুত ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান টর্নেডোয় বিধ্বস্থ সম্পূর্ণ কাঁচা ঘরবাড়ী হল ৩০টি, আংশিক বিধ্বস্থ কাঁচা ঘরবাড়ী হল ১২০টি। দুর্গত মানুষের সংখ্যা অনুমান ৬৫০জন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের খুব দ্রুত সহায়তা করা হবে।

ছবি- শ্যামনগর কৈখালী টর্নেডোয় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135484 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:17:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group