• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > বড়াইগ্রামে এলিয়ান সাদৃশ্য অদ্ভুত শিশুর জন্ম!

বড়াইগ্রামে এলিয়ান সাদৃশ্য অদ্ভুত শিশুর জন্ম!

  • বুধবার, ৫ জুন ২০২৪, ১৬:৫২
  • ১২৯০

---

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে অদ্ভুত গঠন প্রকৃতির এক শিশুর জন্ম হয়েছে। শিশুটি দেখতে সিনেমা বা টেলিভিশনের পর্দায় দেখানো এলিয়ানের মতোই। মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। অনেকটাই অর্ধেকাংশ। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো গোল গোল বড় আকৃতির। তার শরীরের পুরো অংশ স্বাভাবিক এবং লম্বা হাত-পা সহ অপেক্ষাকৃত দীর্ঘ দেহী। তবে জন্মের কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার জননী হাসপাতালে সিজারিয়ানের মধ্যেমে ওই শিশুর জন্ম হয়। শিশুটি ছিলো কন্যা। উপজেলার কেল্লা গ্রামের আব্দুল বারেক ও রহিমা খাতুন দম্পতির সন্তান ছিলো সে।

জননী হাসপাতালের ওটি ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে রহিমার প্রসব বেদনা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সিজারিয়ানের মাধ্যমে অদ্ভুত আকৃতির এই কন্যা শিশু জন্ম নেয়। তবে জন্মের কয়েক মিনিট পরই শিশুটির মৃত্যু হয়। পরে খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে হাসপাতালে ভীড় করে উৎসুকরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135514 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:14:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group