• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরফ্যাশনে চার্জে রাখা অটোবোরাকের সঙ্গে স্পর্শে গৃহবধূর মৃত্যু

চরফ্যাশনে চার্জে রাখা অটোবোরাকের সঙ্গে স্পর্শে গৃহবধূর মৃত্যু

  • শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:২০
  • ৭৭১

ফাইল ছবি।

ভোলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে চার্জে রাখা ব্যাটারী চালিত অটোবোরাকের সঙ্গে স্পর্শে বিদ্যূতায়িত হয়ে ইয়াছমিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে ওই গৃবধূর স্বামীর বসত ঘরের পাশে এ দূর্ঘটনা ঘটে । নিহত গৃহবধূ ইয়াছমিন ওই গ্রামের অটোচালক মো. নিরব হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়াছমিন বেগম ধনিয়া পাতা তুলতে বসত ঘরের পাশে বাগানে যান। পাতা নিয়ে ফিরে আসার সময় ঘরের পাশে চার্জে রাখা ব্যাটারী চালিত অটোবোরাকের সঙ্গে স্পর্শ লাগলে ইয়াছমিন বেগম মাটিতে পড়ে চিৎকার দেন। এসময় তার চিৎকারে স্বামী নিরব ও তার ভাই এসে বিদ্যূৎত সংযোগ বন্ধ করে তাকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135537 ,   Print Date & Time: Saturday, 6 September 2025, 07:30:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group