• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় বাস উল্টে নিহত ১

গাইবান্ধায় বাস উল্টে নিহত ১

  • বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ০৯:৫৪
  • ৫৬২

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসচাপায় গাইবান্ধা পৌরসভার নাফিজ শাহারিয়ার আকাশ (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত ২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় বাসের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসের কমপক্ষে ১০যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশস্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বাসের যাত্রী জহুরুল ইসলাম ও হাফিজা আকতার হাসি অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। চালকের বেপরোয়া গতির কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135549 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:29:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group