• হোম > খেলা | ফুটবল | বিশেষ নিউজ > কলম্বিয়াকে কাঁদিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কলম্বিয়াকে কাঁদিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • সোমবার, ১৫ জুলাই ২০২৪, ১০:১৭
  • ১৩৬২

ছবি : সংগৃহীত।

উরুগুয়ের সঙ্গে সমান ১৫ শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা জয়ী তালিকায় ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টটির ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়া টানা দ্বিতীয় শিরোপা ঘরের তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ শিরোপার মালিক এখন কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজ। তার গোলে ১-০তে চিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ম্যাচের ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেজ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135560 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 07:42:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group