• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

  • বুধবার, ৭ আগস্ট ২০২৪, ১৭:৪৪
  • ৫৮৯

সংগৃহীত ছবি।

ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরবেন। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) মুহাম্মদ ইউনূসের মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান৷

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

দেশে ফিরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, ড. মুহাম্মদ ইউনূসের একটি ছোট অপারেশন হয়েছে। তিনি এখন প্যারিসে আছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135572 ,   Print Date & Time: Thursday, 11 December 2025, 07:33:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group