• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান বিমানবন্দরে আটক

বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান বিমানবন্দরে আটক

  • বুধবার, ৭ আগস্ট ২০২৪, ১৮:১৪
  • ৭৩৬

মেজর জেনারেল জিয়াউল আহসান

সেনাবাহিনীর পদ থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।

জানা গেছে, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) সদস্যরা তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে গেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানকে বহনকারী এমিরেটস ফ্লাইট ৫৮৫ রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন।

জিয়াউল আহসান ২০০৯ সালে মেজর থাকাকালে র‍্যাব-২-এর উপ-অধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135578 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 07:55:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group