• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > হেফাজতের গণসমাবেশ বিকেলে

হেফাজতের গণসমাবেশ বিকেলে

  • শনিবার, ১০ আগস্ট ২০২৪, ১১:০৫
  • ৭৯৭

ফাইল ছবি।

রাজধানীতে বিএনপির সমাবেশের পর এবার গণসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (আগস্ট) বিকেল ৩টায় এ গণসমাবেশ করবে সংগঠনটি।

রাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ গণসমাবেশ করবে তারা।

শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এর বরাত দিয়ে ফেরদাউসুর রহমান বলেন, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাদের অংশ নেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135607 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:42:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group