• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > সদরপুরে মায়ের মাথা ফাটিয়ে মালামাল লুট ছেলে গ্রেফতার

সদরপুরে মায়ের মাথা ফাটিয়ে মালামাল লুট ছেলে গ্রেফতার

  • শনিবার, ১০ আগস্ট ২০২৪, ১২:৪২
  • ৮২৯

---

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের রামনগর গ্রামে আব্দুল কাদের ছেলে মেহেদী হাসান (৪৫) তারই গর্ভধারিনী মা জহুরুন্নেসা (৭৫) সহ বোন বেদেনা (৪০)বোন জোসনা (৩৫) কে প্রহার করে মাকে মাথা ফাটিয়ে অর্ধ লক্ষাদিক টাকা ও সমপরিমাণ টাকার মালামাল ২ টা মোবাইল, সেলাই মেশিন লুট করে।
সে সময় বাড়ি ঘরে ব্যাপক হামলা চালায় অর্থ লিপ্সু মেহেদী হাসান (৪৫)। তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় সেনা ক্যাম্পে।

সরজমিনে দেখা যায়, আব্দুল কাদের এর ছেলে মেহেদী হাসান (৪৫) ও আবুল হাসান (৬০) মধ্যে দীর্ঘদিনের বিবদমান সমস্যা নিয়ে গত বছর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞ শালিশ গণ চুলচেরা বিশ্লেষণ করে মেহেদী হাসানকে সাড়ে সাত লক্ষ টাকা ও একটি চৌচালা ঘর প্রদান করা হয়।এতেবাদী বিবাদীর আপস মীমাংসায় মেনে নিয়ে স্বাক্ষর করে ২০ হাজার টাকা নেয় মেহেদী হাসানের পিতা আব্দুল কাদের উপস্থিতিতে মীমাংসা এবং জিনিসপত্র আলাদা করে দেয়।গতকাল ভিডিও ফুটেছে দেখা যায় মেহেদী হাসান (৪৫) মাকে লাঠি দিয়ে কিভাবে পেটাচ্ছে তারই গর্ভধারিনী মা জহরণ নেসা (৭৫) কে। সেনাবাহিনী আটকের সময় অহংকার দিয়ে যায় বের হয়ে সবাইকে কুপিয়ে হত্যা করব।এতে পরিবারটি চরম নিরাপত্তার অভাবে রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিকট গর্ভধারিনী মা

জহুরা নেশাগ্রস্ত ছেলে মেহেদী হাসানের (৪৫) কঠিন শাস্তি দাবি করেছেন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135613 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 07:48:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group