• হোম > বিশেষ নিউজ > রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪, ১৮:০৭
  • ৪৩৮

---

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপশি স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের একপর্যায়ে গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রথমে ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।

এর আগে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণি কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা জারি করল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135650 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 07:09:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group