• হোম > বিশেষ নিউজ > ১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল

১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল

  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১০:৩৩
  • ৬৭৫

ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর সোমবার এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এতে দীর্ঘ ১৭ বছর পর নিজের ব্যাংক হিসাব ফেরত পেলেন সাবেক এ প্রধানমন্ত্রী। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছিল। পরে শেখ হাসিনার হিসাব খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার হিসাব ফ্রিজ অবস্থাতেই ছিল।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিভিন্ন সময় খালেদা জিয়া তার হিসাব খুলে দেওয়ার আবেদন করলেও তা অবরুদ্ধই থাকে।

গত ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম ব্যাংক হিসাব খুলে দিতে এনবিআরে আবেদন করেন।

কর কর্মকর্তারা বলছেন, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছিল। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135670 ,   Print Date & Time: Monday, 8 December 2025, 02:47:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group