• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৪:৪৮
  • ১৬৭৪

---

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান পৌরসভার ক্যং এর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও প্রাণ নাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে র‍্যাব ১৫ এ-র একটি দল তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহার নামীয় ২৪ নাম্বার আসামি আবু তৈয়ব চৌধুরী। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আবু তৈয়ব। তার নামে ৪ টি মামলা হলেও এজাহার নামীয় ১ টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে

বান্দরবান সদর থানায় ৫ টি মামলা দায়ের করা হয়। আবু তৈয়ব চৌধুরী ৪ টি মামলার আসামি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135685 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 12:32:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group