• হোম > বিশেষ নিউজ > আজ “যুবকন্ঠের” প্রধান সম্পাদক শেখ আতিয়ার রহমান দীপুর জন্মদিন

আজ “যুবকন্ঠের” প্রধান সম্পাদক শেখ আতিয়ার রহমান দীপুর জন্মদিন

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭
  • ৬৮০

---

নিজস্ব প্রতিবেদক :

আজ ৩১শে ডিসেম্বর ২০২২ “যুবকন্ঠের” প্রধান সম্পাদক শেখ আতিয়ার রহমান দীপুর শুভ জন্মদিন। তিনি ১৯৬১ সালের এই দিনে সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

তার শুভ জন্মদিন উপলক্ষে “যুবকন্ঠ” পত্রিকার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

শুভ জন্মদিনে প্রিয় প্রধান সম্পাদককে যুবকন্ঠের পরিবারের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এসেছে জন্মদিন এক বছর পরে,

দোয়া করি হৃদয় থেকে মন ভরে,

সারা জীবন থেকো যেন হাসি মুখে।

জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে

হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135687 ,   Print Date & Time: Tuesday, 28 October 2025, 09:07:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group