• হোম > খেলা | বিশেষ নিউজ > আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১৫:৫৩
  • ২৭৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই। বাকি ছিলো ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো, সেটিকেও বিদায় বলে দিলেন তিনি।  

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন। 

স্ত্রী-সন্তানদের ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ, যারা ভালো কিংবা মন্দ সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আমি জানি, আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে।

সবশেষ বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135697 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:42:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group